সহকারী প্রকৌশলী পদে বিএডিসিসহ আইবিএ কর্তৃক নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট এক্সামের সাজেশান

প্রশ্নের প্যাটার্ণ সম্পর্কে প্রাথমিক ধারণাঃ

বংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষার প্রশ্ন সম্ভবত আইবিএ করবে। যদি তাই হয় তাহলে প্রশ্নের প্যাটার্ণ নিম্নরূপ হতে পারেঃ

https://web.facebook.com/groups/eeejp/1058714370860575/

এই প্রশ্নের সাথে অতিরিক্ত হিসেবে শুধু সাধারণ জ্ঞান যোগ হতে পারে ১৫-২০ মার্কসের। মানে কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া কর্ণফুলি গ্যাস ডিসট্রিবিউশান কোম্পানীর প্রশ্ন যে রকম হয়েছিল অনেকটা সেরকম। কর্ণফুলীর প্রশ্ন সেভাবে রিকভার করা হয়নি তাই টেম্পুরারী বেসিসে আপাতত নিচের তিনটা লিঙ্ক থেকে কিছু ধারণা নিতে পারেনঃ

১। https://web.facebook.com/groups/eeejp/permalink/1013024882096191/
২। https://web.facebook.com/groups/eeejp/permalink/1013991228666223/
৩। https://web.facebook.com/groups/1720187364925000/1722185891391814/

পেট্রোবাংলার (2016) প্রশ্নও কাজে লাগার কথা। যদি পারেন সংগ্রহ করে সলভ করে ফেলুন, আমার কাছে নাই।

প্রিপারেশান যেভাবে নিবেনঃ

উপরের প্রশ্নের প্যাটার্ণ থেকে বুঝতেই পারছেন ডিপার্টমেন্টাল প্রশ্ন খুবই কম আসার কথা (মাত্র ২০ মার্কস)। কাজেই নন-ডিপার্টমেন্টালে জোর দিতে হবে বেশি।

আপনার প্রথম কাজ হবে উপরের প্রশ্ন দুইটা পুরোপুরি সলভ করে ফেলা। কারণ এর আগে অনেক প্রশ্ন হুবহু রিপিট হতে দেখা গেছে ।

নন-ডিপার্টমেন্টাল

রিসেন্ট (২০১৬,২০১৫ এরপর যত বেশি পারেন) ব্যাংক (মূলতঃ প্রাইভেট) জবের প্রশ্নগুলার নন-ডিপার্টমেন্টাল অংশ (ম্যাথ,ইংলিশ,সাধারণ জ্ঞান,কম্পিউটার, রিটেন) সলভ করে ফেলুন। হুবহু অনেক প্রশ্নই এখান থেকে কমন পাওয়া যায়।

ব্যাক-আপ হিসেবে কিছু রিটেন প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন। যতদূর মনে পড়ে পেট্রোবাংলার পরীক্ষায় ৪০ মার্কস রিটেন (বাংলা ও ইংরেজী প্যারাগ্রাফ, লজিক্যাল রিজোনিং) ছিল। যেমনঃ

  • বাংলাদেশের কৃষিক্ষেত্রে অগ্রগতি,
  • কিভাবে কৃষিখাতকে আরও উন্নত করা যায়,
  • বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি কৃষিবান্ধব?,
  • কৃষক কি তার প্রাপ্য অধিকার পাচ্ছে?,
  • কৃষিক্ষেত্রে ডিজিটালাইজেশান,
  • কৃষিক্ষেত্রে ই-কমার্স ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ ইত্যাদি।

কিছু লজিক্যাল রিজোনিং:

যেমনঃ

  • “বাংলাদেশের কৃষিখাতকে আরও উন্নত করতে মধ্যসত্ত্বভোগীদের হাত থেকে কৃষককে রক্ষা করে কৃষক-ভোক্তা সরাসরি সম্পর্ক গড়ে তোলা দরকার।”- আপনি কি এই বক্তব্য সমর্থন করেন? আপনার মতামতের স্বপক্ষে যুক্তি দেখান।
  • “কৃষকের স্বার্থ রক্ষার্থে উৎপাদিত কৃষিজাত পণ্যের দাম বাড়ানো দরকার”-আপনি কি এই বক্তব্য সমর্থন করেন? আপনার মতামতের স্বপক্ষে যুক্তি দেখান।
  • “বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশান” কে কি আপনি সমর্থন করেন? কেন?

এর আগে আইবিএ কর্তৃক নেওয়া পরীক্ষায় আসা ও সম্প্রতিকালে আলোচিত বিষয়ে কিছু প্যারাগ্রাফ (বাংলা ও ইংরেজী উভয়ই)

  • একুশে ফেব্রুয়ারীর গুরুত্ব ও তাৎপর্য
  • একুশে বইমেলার তাৎপর্য
  • শীতের পিঠা
  • বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশান
  • আমে ফরমালিন মেশানো ও খাদ্যে ভেজাল
  • কারেন্ট এফেয়ার্স থেকে আরো কিছু টপিক
  • কৃষি সম্পর্কিত কিছু টপিক।

এছাড়াও অন্তত একবার পড়ার চেষ্টা করবেনঃ

  • বিএডিসি’র ওয়েবসাইট
  • গত তিন মাসের কারেন্ট এফেয়ার্স (খুব বেশি সময় নিয়ে পড়ার দরকার নাই, একবার চোখ বুলালেই হবে।)

ডিপার্টমেন্টাল

ডিপার্টমেন্টালে মার্কস অনেক কম থাকে আর প্রশ্নও তূলনামূলক সোজা। কাজেই এতে খুব বেশি সময় না দিলেও চলবে। ডিপার্টমেন্টালের জন্য http://www.electricalquizzes.com/ থেকে এমসিকিউ পড়তে হবে। এখান থেকেই কপি করতে দেখা গেছে আগে। (#রনি_পারভেজ) সার্কিট ব্রেকার, হাই-ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং,ইলেকট্রিক সার্কিট ও ওহম’স ল অংশগুলো আগে পড়বেন। আরও বেশি পড়তে চাইলে electrical4u.com দেখতে পারেন।

এভাবে পড়লেই কাজ হবে আশা করা যায়। সবার জন্য শুভকামনা।

রনি পারভেজ
সহকারী পরিচালক
স্রেডা, বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

EEE JOB PREPARATION COACHING

আপাততঃ ২ টা ব্যাচ চলছে।
█ L-2 ব্যাচঃ
শুক্রবারঃ বিকেল ৫.০০-৭.০০  পর্যন্ত এবং
শনিবারঃ বিকেল ৩.৩০-৫.৩০পর্যন্ত
█ L-3 ব্যাচঃ
শুক্রবারঃ বিকেল ২.৩০-৪.৩০ পর্যন্ত এবং
শুক্রবারঃ বিকেল ৫.০০-৭.০০ পর্যন্ত

█ পরবর্তী ক্লাসঃ শুক্রবারঃ বিকেল ২.৩০-৪.৩০ পর্যন্ত (L-3 ব্যাচ)  এবং ৫.০০-৭.০০ পর্যন্ত (L-2  এবং L-3 ব্যাচ একত্রে)
█ স্থানঃবিসিএস কনফিডেন্স (তসলিমা গিয়াস পরিচালিত) কোচিং সেন্টার, টঙ্গী কলেজ গেট শাখা।
(প্রাক্তন বিসিএস ক্যারিয়ার বিল্ডার কোচিং সেন্টার)

█ পরবর্তী ক্লাশের বিষয়ঃ কমিউনিকেশান
█ Sample Lecture Sheet: Lecture 1 and 2 : Communication

█ L-3 ব্যাচে আগামী ১৯ ফেব্রুয়ারী ২০১৬ তারিখেই প্রথম ক্লাশ শুরু হবে।


Continue reading

বুয়েটে অনুষ্ঠিত রিক্রুটমেন্ট এক্সামগুলোর জন্য কোন কোন বই পড়ব?

প্রশ্নটা আমার ইনবক্সে অনেকবার এসেছে, এই গ্রুপেও প্রশ্নটা অনেকবার পোস্ট করা হয়েছে সম্ভবত। পরে গুছিয়ে উত্তর দেবার চেষ্টা করব ভেবে কাউকেই তাৎক্ষনিক উত্তর দেওয়া হয়নি। আজ এখানে প্রশ্নটার উত্তর দেবার চেষ্টা করছি।

ডিপার্টমেন্টাল অংশের প্রিপারেশানের জন্য ইউনিভার্সিটি লেভেলে পড়া বইগুলোই যথেষ্ট। কেউ যদি ইউনিভার্সিটিতে ঠিকমত পড়াশোনা করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল অংশের জন্য উনার রিভিশান এবং আগের বছরের প্রশ্নগুলো দেখা ছাড়া আর নতুন কোন প্রিপারেশানের দরকার আছে বলে আমার মনে হয়না। Continue reading